যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি সদস্য হলেন মহিউদ্দীন মহারাজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি সদস্য হলেন মহিউদ্দীন মহারাজ - ajkerparibartan.com
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি সদস্য হলেন মহিউদ্দীন মহারাজ

3:54 pm , February 6, 2024

কবির খান ভান্ডারিয়া ॥ দ্বাদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। প্রথমবারের মতো পিরোজপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত মো: মহিউদ্দীন মহারাজকে  এই কমিটিতে রাখা হয়েছে । সোমবার জাতীয় সংসদের অধিবেশনে ১৬টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। সেখানে মহিউদ্দীন মহারাজকে দায়িত্ব দেওয়া হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে। সংসদনেতা শেখ হাসিনার অনুমতিক্রমে তার পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এই কমিটি গঠনের প্রস্তাব করেন। পরে কণ্ঠভোটে এই প্রস্তাব পাস হয়। নতুন কমিটির সভাপতি সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। কমিটিতে সদস্য হিসেবে আছেন সংশ্লিষ্ট ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান, মাশরাফী বিন মোর্ত্তজা, শফিকুল ইসলাম, মাইনুল হোসেন খান, আব্দুস সালাম মুর্শেদী, সাকিব আল হাসান, সোলায়মান সেলিম।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT