4:10 pm , February 5, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জে মৎস্য বিভাগের সাথে অভিযানে গিয়ে নিজের শর্টগানের গুলিতে বিদ্ধ হয়েছে পুলিশ কনষ্টেবল। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার চর শেফালী নলচর খালের মুখে এ ঘটনা ঘটে বলে মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন জানিয়েছেন। আহত পুলিশ কনষ্টেবল হলো-মো. কায়সার আহমেদ। সে মেহেন্দিগঞ্জ থানার কনষ্টেবল। পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন বলেন, নদীতে অবৈধ জাল দিয়ে জাটকা শিকার বন্ধে অভিযান করে। অভিযানে তাদের সহায়তায় গিয়েছিলো মেহেন্দিগঞ্জ থানার পুলিশের একটি দল। পরিদর্শক জানান, অভিযানের সময় কনষ্টেবল কায়সার তার সাথে থাকা শর্টগানের গুলি লোড করতে যায়। অসাবধানতায় গুলি বাম পায়ের বুট ভেদ করে আহত হয়েছে কায়সার। পরে তাকে প্রথমে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকা পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, বেলা ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মেহেন্দিগঞ্জের গজালিয়া নদীতে অভিযান করা হয়েছে। মৎস্য বিভাগের বরিশালের উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস, বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ ও বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোহাম্মদ লুৎফর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে র্যাব-কোষ্টগার্ড ও পুলিশ সহায়তা করেছে। দিনভর পরিচালিত অভিযানে অবৈধ ২০ টি পাইজাল, ৮ টি বেহুন্দি জাল ও ৫০ টি চরঘেরা জাল উদ্ধার করা হয়েছে। পরে ওই জাল পুড়িয়ে ফেলা হয়েছে।