3:50 pm , February 4, 2024
কাউখালী প্রতিবেদক ॥ পিরোজপুরের কাউখালী সদরের উজিয়াল খান মৌজার বোস বাড়ি সংলগ্ন প্রায় এক কিলোমিটার খালটি সচল করার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান শনিবার বিকেলে খালটি সরেজমিনে পরিদর্শন করেন। এই খালটি সচল হলে এলাকাবাসী জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে এবং খালের পরিষ্কার পানি ব্যবহার করতে পারবে। এই খালের দুই পাশে শত শত লোক বসবাস করে। খালটি পরিষ্কার পরিচ্ছন্নতা না করার কারণে অনেক স্থানে পানি চলাচলে বিঘœ ঘটে। ফলে এলাকায় বৃষ্টির সময় জলাবদ্ধতা সৃষ্টি হয়। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, কাউখালীতে যেসব খাল বেদখল আছে ওই খালগুলো উদ্ধার করে জনগণের সুবিধার্থে খালগুলো সচল করার ব্যবস্থা গ্রহণ করবো।