মরা খাল সচল করার উদ্যোগ নিলেন ইউএনও মরা খাল সচল করার উদ্যোগ নিলেন ইউএনও - ajkerparibartan.com
মরা খাল সচল করার উদ্যোগ নিলেন ইউএনও

3:50 pm , February 4, 2024

কাউখালী প্রতিবেদক ॥ পিরোজপুরের কাউখালী সদরের উজিয়াল খান মৌজার বোস বাড়ি সংলগ্ন প্রায় এক কিলোমিটার খালটি সচল করার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান শনিবার বিকেলে খালটি সরেজমিনে পরিদর্শন করেন। এই খালটি সচল হলে এলাকাবাসী জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে এবং খালের পরিষ্কার পানি ব্যবহার করতে পারবে। এই খালের দুই পাশে শত শত লোক বসবাস করে। খালটি পরিষ্কার পরিচ্ছন্নতা না করার কারণে অনেক স্থানে পানি চলাচলে বিঘœ ঘটে। ফলে এলাকায় বৃষ্টির সময় জলাবদ্ধতা সৃষ্টি হয়। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, কাউখালীতে যেসব খাল বেদখল আছে ওই খালগুলো উদ্ধার করে জনগণের সুবিধার্থে খালগুলো সচল করার ব্যবস্থা গ্রহণ করবো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT