মুক্তিযোদ্ধা পরিবারের বিরুদ্ধে হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবী মুক্তিযোদ্ধা পরিবারের বিরুদ্ধে হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবী - ajkerparibartan.com
মুক্তিযোদ্ধা পরিবারের বিরুদ্ধে হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবী

3:48 pm , February 4, 2024

মঠবাড়িয়া প্রতিবেদক ॥ মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার সন্তান ও একজন বীর মুক্তিযোদ্ধাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। রোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখ সড়কে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় সহা¯্রাধিক লোক অংশগ্রহণ করেন। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ বাচ্চু মিয়া আকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুদ্ধকালীন আসাদ নগরের ইয়াং অফিসার বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুল হক খান মজনু, পৌর আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন, শহীদ পরিবারের সন্তান মোঃ ফারুকুজ্জামান, এমাদুল হক খান, মোস্তফা শাহ আলম দুলাল, মুক্তিযোদ্ধার সন্তান রেদোয়ান গোলদারের বৃদ্ধ মা পুতুল বেগম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলাউদ্দিন আল আজাদ ও সাধারণ সম্পদাক মশিউর রহমান মুর্তজা প্রমুখ।
উল্লেখ্য, উপজেলার তুষখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ¦ মোঃ আজিজুর রহমান গোলদারের পুত্র রেদোয়ান গোলদারকে গত বছরের ৮ নভেম্বর অস্ত্র মামলায় আসামী করে গ্রেফতার করে থানা পুলিশ। এছাড়া  ২৫ জানুয়ারি একই ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদাকে জেলার নেছারাবাদ থানায় শুকনা সুপারি ভারতে পাচারকরা মামলায় আসামী করা হয়। মানববন্ধনে বক্তারা মুক্তিযোদ্ধা পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এ মামলা প্রত্যাহারসহ অধিকতর তদন্তের দাবী জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT