3:46 pm , February 4, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বাবুগঞ্জে স্কুলে যাওয়ার সময় ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার রাহুতকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বাবুগঞ্জ থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানিয়েছেন।
মৃত শিশু শিক্ষার্থী হলো : অরুণ্য দাস রুদ্র (৯)। সে রাহুতকাঠি গ্রামের বাসিন্দা কার্ত্তিক দাসের ছেলে। রুদ্র উপজেলার ২৯ নম্বর উত্তর রাকুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। শিশুর চাচা দিপু দাস বলেন, সকালে বাড়ি থেকে হেটে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয় রুদ্র। স্কুলে প্রবেশ করার মুহূর্তে রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত ভ্যান তাকে চাঁপা দেয়। এতে গুরুতর আহত রুদ্রকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেছে।
দিপু বলেন, পরিবারের কোন অভিযোগ নেই। লাশ সৎকারের উদ্দেশ্যে নিয়ে এসেছি।
বাবুগঞ্জ থানার ওসি এসএম মাকসুদুর রহমান বলেন, স্কুলছাত্র ভ্যানের নিচে চাঁপা পড়ে আহত হয়। তাকে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়েছে। তবে পরিবার থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।