4:09 pm , February 2, 2024

কবির খান, ভা-ারিয়া ॥ পুকুরের চারপাশে ভিড় করছে বিভিন্ন বয়সের নারী-পুরুষ। অধীর আগ্রহে সবাই তাকিয়ে আছেন পুকুরের পানির দিকে। মনে হয় পানির মধ্যে লুকানো কোন কিছু তাদের নজর কেড়েছে। এমনই চিত্র ধরা পড়বে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদের পুকুরে। এই পুকুরে বিভিন্ন ধরণের রঙিন মাছ দেখতেই ভীর করেন বিভিন্ন বয়সের মানুষ। সরেজমিন গিয়ে দেখা যায় , ভা-ারিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে রয়েছে সৌন্দর্যের অপরূপ সংমিশ্রন। আর সেই সৌন্দর্যের ছোয়া লেগেছে উপজেলা পরিষদের প্রাঙ্গনের পুকুরেও। দুই পাশে সেতু দিয়ে পুকুরের মাঝে সংযুক্ত করাহয়েছে বসার স্থান। এ সৌন্দর্যকে আরও কয়েক গুন বাড়িয়ে দিয়েছে পুকুরে চাষ করা রংবেরং এর বিভিন্ন প্রজাতির মাছ। এ ধরণের মাছগুলো ছোট আকারে বিভিন্ন এ্যাকুরিয়ামের মধ্যে দেখা গেলেও পুকুরে চাষ করা মাছগুলো আকারে বেশ বড়। এদের কোন কোনটির ওজন ১-৩ কেজির মত। ভা-ারিয়া নাগরিক ফোরামের সভাপতি মামুন হোসেন বলেন,ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম প্রায় ৬ মাস পূর্বে নিজ উদ্যোগে মাছগুলো পুকুরে ছেড়েছিলেন। শুধুমাত্র দৃষ্টিনন্দন করতে আর জনগনকে আনন্দ দিতে তার এ উদ্যোগ। প্রতিদিন নিয়ম করে দু’বেলা মাছগুলোকে এ্যাকুরিয়াম মাছের ফিড খাওয়ানো হয়। খাবার দেওয়ার সময় মাছগুলোকে দেখলে মনে হয় বিভিন্ন রংয়ের মেলা বসেছে পুকুরের পানিতে। ভান্ডারিয়া উপজেলা পরিষদের পুকুরে চাষ করা মাছের খবর ছড়িয়ে পড়ায়, প্রতিদিনই স্থানীয়রা ছাড়াও দূর দূরান্ত থেকে মাছপ্রেমিরা ছুটে আসেন পুকুর পাড়ে। তবে ছুটির দিনগুলোর বিকেলে ভীড় বাড়ে শিশু শিক্ষার্থী সহ দর্শনার্থীদের। তখন এটিকে মনে হয় পর্যটন কেন্দ্রের মত। জেলা মৎস কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম,তবে সপ্তাহে বন্ধের দিনে মাছ প্রেমীদের এ ভিড় বেশি থাকে। বড় আকারের রঙিন মাছের চাষাবাদ জেলায় ভা-ারিয়াতেই প্রথম হয়েছে বলে জানান এই মৎস কর্মকর্তা। তবে এ মাছগুলো শুধুমাত্র পুকুরের সৌন্দর্য বর্ধনের জন্যই চাষ করা হয় বলে জানান তিনি।