মধ্য মাঘের বর্ষণে জনজীবন বিপর্যস্ত মধ্য মাঘের বর্ষণে জনজীবন বিপর্যস্ত - ajkerparibartan.com
মধ্য মাঘের বর্ষণে জনজীবন বিপর্যস্ত

4:05 pm , February 1, 2024

বিশেষ প্রতিবেদক ॥ মধ্য মাঘের মাঝারী থেকে সাময়িক ভারী বর্ষণে বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বরিশালের জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। সপ্তাহের শেষ কর্ম দিবসের এ অকাল বর্ষণে সাধারন মানুষের দূর্ভোগের কোন সীমা ছিল না। এবার অগ্রহানের পরে মাঘের অকাল বর্ষণে কৃষি ও জনস্বাস্থ্যের সাথে অর্থ-সামাজিক ব্যবস্থায় বিরূপ প্রভাব পড়ছে। অগ্রহায়নের অকাল বর্ষণেও এ অঞ্চলের প্রধান দানাদার খাদ্য ফসলের উৎপাদন কিছুটা ব্যাহত হবার পাশাপাশি শাক-সবজি সহ সব ধরনের রবি ফসলের আবাদ যথেষ্ঠ পিছিয়ে গেছে। ফলে এ অঞ্চলের সবজির মূল্য এখনো বিগত বছরগুলোর তুলনায় প্রায় দ্বিগুন।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বুধবার দিনভর আকাশ কালো করা মেঘে ঢেকে ছিল বরিশাল। বৃহস্পতিবার ভোর থেকে সকাল ৬টা পর্যন্ত দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাতের পরে বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ নগরীতে আরো ১৩.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফলে বিকেলে অফিস ফেরত মানুষের দূর্ভোগের শেষ ছিল না। পাশাপাশি বেশীরভাগ মানুষ অতি প্রয়োজনেও ঘর থেকে বের হতে পারেননি। আবহাওয়া বিভাগের মতে, শুক্রবারও বরিশালে বৃষ্টিপাতের প্রবনতার কথা বলেছে আবহাওয়া বিভাগ।
বৃষ্টির কারণে বৃহস্পতিবার সকালে বরিশালে সর্বনি¤œ তাপমাত্রার পারদ স্বাভাবিকের প্রায় ১ ডিগ্রী বেশী, ১৫.৭ ডিগ্রী সেলসিয়াস উঠে গেলেও দুপুরে সর্বোচ্চ তাপমাত্রার পারদ স্বাভাবিকের প্রায় ৪ ডিগ্রী নিচে ২৪.৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া বিভাগ থেকে শণিনবার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার কথা বলা হলেও পরবর্তি ৫ দিনে আবার বৃষ্টিপাতের প্রবনতার কথাও বলা হয়েছে। এবারের এ অকাল বর্ষণ গম ফসলে ছত্রাকবাহী ‘ব্লাষ্ট’ রোগের ঝুকি ক্রমশ বৃদ্ধি করছে বলে মাঠ পর্যায়ের কৃষিবিদগন জানিয়েছেন। চলতি রবি মৌসুমে বরিশাল কৃষি অঞ্চলে আবাদকৃত প্রায় ৬০ হাজার হেক্টরে ১ লাখ ৯২ হাজার টন গম উৎপাদনের লক্ষ্য রয়েছে।

 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT