‘সমকামিতা এদেশের কোন ধর্মের লোকজন মেনে নেবেনা’ ‘সমকামিতা এদেশের কোন ধর্মের লোকজন মেনে নেবেনা’ - ajkerparibartan.com
‘সমকামিতা এদেশের কোন ধর্মের লোকজন মেনে নেবেনা’

3:52 pm , January 31, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ একতরফা প্রহসনের নির্বাচন বাতিল, বিতর্কিত শিক্ষা কারিকুলাম পরিবর্তন ও ট্রান্সজেন্ডারকে প্রমোট করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখা। গতকাল বুধবার নগরীর সদররোডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব সৈয়দ মাওলানা মোঃ নাসির আহমেদ কাউসারের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন,বর্তমান শেখ হাসিনার ডামি নির্বাচনকে আমেরিকা সহ ইউরোপিয়ান ইউনিয়নগুলো সমর্থন না দেওয়ার কারনে তাদেরকে খুশি করার জন্য এই নীতির মাধ্যমে বাংলাদেশে সমকামিতা ঢুকিয়েছে।
বক্তারা আরো বলেন, এই সমকামিতা এদেশের কোন ধর্মের লোকজন মেনে নেবে না। গত ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় নির্বাচনে দেশের মানুষ আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছে। তাই সংসদকে বহাল রাখার জন্য সরকার দেশের মানুষকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য শিক্ষানীতির একটি ইস্যু তৈরী করেছে যাতে করে মানুষ আর নির্বাচন নিয়ে কোন ধরনের কথা না বলে।
বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রহমান, আরিফুর রহমান, নাসির উদ্দিন নাঈম, আজিজুল হক, রেজাউল করীম, মুহাম্মদ ইব্রাহিম প্রমুখ। সমাবেশ শেষে নগরীতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এসে শেষ হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT