বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৩০ প্রার্থীর মনোনয়ন জমা বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৩০ প্রার্থীর মনোনয়ন জমা - ajkerparibartan.com
বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৩০ প্রার্থীর মনোনয়ন জমা

3:46 pm , January 31, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৩০ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। বুধবার নির্বাচন উপ-পরিষদে জমা দিয়েছেন। এর মধ্যে সভাপতি পদে ৫, সহ-সভাপতি পদে ৪, সাধারন সম্পাদক পদে ৬, অর্থ সম্পাদক পদে ৩, যুগ্ম সম্পাদক পদে ৪ এবং কার্যনির্বাহী সদস্য পদে ৮ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী সমর্থিত প্রার্থী মো. গোলাম কবির বাদল, গনফোরামের হিরন কুমার দাস মিঠু, বিএনপি সমর্থিত নাজিমউদ্দিন পান্না, আবুল কালাম আজাদ-১, এসএম সাদিকুর রহমান লিংকন।
সহসভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত অসিত রঞ্জন দাস ও আমিরুল ইসলাম খান মঞ্জু, বিএনপির অসীম কুমার বাড়ৈ ও তারিকুল ইসলাম।
সাধারন সম্পাদক পদে আওয়ামী লীগের খান মো. মোর্শেদ ও আজাদ রহমান, বিএনপির শেখ হুমায়ুন কবির মাসউদ, আবুল কালাম আজাদ, মির্জা মো. রিয়াজ হোসেন এবং জামায়াতের মো. সালাহ উদ্দিন মাসুম।
অর্থ সম্পাদক পদে আওয়ামী লীগের মিজানুর রহমান টিটু, বিএনপির মোক্তার হোসেন সরদার ও জামায়াতের মো. ফরিদউদ্দিন। যুগ্ম সম্পাদক পদে আওয়ামী লীগের প্রদীপ কুমার রায় উজ্জল ও ইমতিয়াজ আহমেদ, বিএনপির রাকিব হাসান এবং জামায়াতের মো. মনির হোসেন।
কার্যনির্বাহী সদস্য পদে আওয়ামী লীগের সজল মাহমুদ, মিলন ভুইয়া, নুপুর রানী ভদ্র ও সোহেল রানা শান্ত, বিএনপির মো. রিয়াজুল হক, মো. মাইনুল ইসলাম সজল, আবুল খায়ের রতন, ও ফাহাদ বিন আহসান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT