ক্রিকেট খেলা নিয়ে মারামারি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থী হাসপাতালে ক্রিকেট খেলা নিয়ে মারামারি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থী হাসপাতালে - ajkerparibartan.com
ক্রিকেট খেলা নিয়ে মারামারি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থী হাসপাতালে

3:45 pm , January 31, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট খেলা নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত হয়ে ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার দুপুর পৌনে দুইটায় বিশ্ববিদ্যালয়ের মুক্তাঙ্গন মাঠে এ ঘটনা ঘটে বলে মহানগর পুলিশের বন্দর থানার এসআই মো. আরিফুর রহমান জানিয়েছেন।
আহত অবস্থায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীরা হলো-জহিরুল ইসলাম, দুর্জয়, পলক, মুন্না, হৃদয় ও আরমান। হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই মিরাজ মোল্লা বলেন, আহত অবস্থায় সাত জন ভর্তি হয়েছে। তারা হাসপাতালের সার্জারী-২ ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।
বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের এসআই আরিফুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ ও একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের শিক্ষার্থীরা ক্রিকেট খেলতেছিলো। খেলা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা মারামারি করে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছে। এরমধ্যে ৭ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আব্দুল কাইউম বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আব্দুল কাইউম বলেন, বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে তুচ্ছ বিষয় নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়েছে। খবর পেয়ে সেখানে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছি। পরে অন্যান্য শিক্ষার্থী ও দুই বিভাগের শিক্ষকদের নিয়ে প্রক্টর অফিসে বসেছি। সেখানে দুই বিভাগের শিক্ষার্থীদের বক্তব্য শুনেছি। তারা বিষয়টির জন্য দু:খ প্রকাশ করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ভবিষ্যতে তারা কোন ধরনের সমস্যা করবে না বলে মুচলেকা দিয়েছে। যদি ভবিষ্যতে কোন সমস্যা সৃষ্টি করে তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT