3:44 pm , January 31, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ দৈনিক আজকের বার্তার সাবেক নির্বাহী সম্পাদক, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সদস্য মরহুম কাজী আনোয়ার পারভেজ রানার ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। কাজী আনোয়ার পারভেজ রানা দৈনিক আজকের বার্তার প্রকাশক মেহেরুন্নেসা বেগম ও সম্পাদক এবং শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের মেঝ ছেলে। তিনি বরিশাল আদালতের একজন মেধাবী শিক্ষানবীশ আইনজীবী ছিলেন। ২০২০ সালের পহেলা ফেব্রুয়ারি আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বরিশাল মিডিয়া অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছিল। মরহুম কাজী আনোয়ার পারভেজ রানার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তার মা-বাবাসহ পরিবারবর্গ।