নথুল্লাবাদ থেকে ৫০০ পিস ইয়াবাসহ আটক ১ নথুল্লাবাদ থেকে ৫০০ পিস ইয়াবাসহ আটক ১ - ajkerparibartan.com
নথুল্লাবাদ থেকে ৫০০ পিস ইয়াবাসহ আটক ১

3:45 pm , January 30, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর নথুল্লাবাদ থেকে ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। আকটকৃত’র নাম বিল্লাল খান রিপন (২৬)। রিপন বাগেরহাটের রামপাল উপজেলার বড় কাঠালী গ্রামের মৃত শাহাদাত হোসেনের ছেলে। মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় এই অভিযান পরিচালনা করে পুলিশ। বিএমপি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের রূপালী ব্যাংকের সামনে চেক পোষ্ট বসায় এয়ারপোর্ট থানা পুলিশ। এ সময় ৫০০ পিস ইয়াবাসহ মো. বিল্লাল খান রিপন (২৬) নামে এক ব্যক্তিকে আটক করে তারা। এ ঘটনায় আটক রিপনের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রিপনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT