3:23 pm , January 30, 2024
ঝালকাঠি প্রতিবেদক ॥ নলছিটির দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ থেকে ১৬ টি ল্যাপটপ চুরি হয়েছে। সোমবার দিবাগত রাতের কোন একসময় এ চুরি সংগঠিত হয়। কলেজ অধ্যক্ষ স্বপন কুমার জানিয়েছেন, সোমবার রাতে কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাব রুমের তালা ভেঙে ১৬টি ওয়ালটন ব্রান্ডের ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে। সকালে ঘটনা শুনে থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং সিআইডির একটি টীম কলেজ পরিদর্শন করে। এব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হবে। নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কলেজ কর্পতৃক্ষের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
