হিজলায় নির্বাচনী সহিংসতা অব্যাহত ॥ সংঘর্ষে আহত ৭ হিজলায় নির্বাচনী সহিংসতা অব্যাহত ॥ সংঘর্ষে আহত ৭ - ajkerparibartan.com
হিজলায় নির্বাচনী সহিংসতা অব্যাহত ॥ সংঘর্ষে আহত ৭

4:37 pm , January 29, 2024

হিজলা প্রতিবেদক ॥ হিজলা উপজেলায় নির্বাচন পরর্বতী বিভিন্ন ইউনিয়নে সহিংসতা অব্যাহত রয়েছে। মামলা পাল্টা মামলা হয়েছে একাধিক।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেয়েছিলেন আওয়ামী লীগের আন্তর্জাতিক  বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ। এরপর এমপি পংকজ নাথ অনুসারীরা কোনঠাসা হয়ে পড়ে। শাম্মী আহমেদের মনোনায়ন পত্র বাতিল হলে চাঙ্গা হয় পংকজ অনুসারীরা। নির্বাচন পরবর্তিতে শাম্মী আহমেদের অনুসারীরা আত্মগোপনে চলে যায়।কিছুদিন পরে তারা এলাকায় আসলে বিভিন্ন ইউনিয়নে তাদের উপর হামলা শুরু হয়।গত রবিবার রাত সাড়ে ৭ টায় উপজেলার হিজলা-গৌরবদী ইউনিয়নের মান্দ্রা বাজারে দু,পক্ষের  মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে শাম্মী আহমেদ এর ৭ অনুসারী আহত হয়। প্রত্যক্ষদর্শী চা দোকানী সাত্তার মাঝি জানান, গতকাল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আলতাফ মাহমুদ দিপু সিকদার উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণায় বাজারে আসে।তিনি চলে গেলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার দোকানে চা খেতে আসে। তখন স্বেচ্ছাসেবকলীগ নেতা ফখরুল বেপারীর নেতৃত্বে ২০/৩০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে  হামলা চালায়।
ব্যবসায়ী মামুন মাঝি জানান আমার বাবা ইউপি সদস্য ফারুক মাঝি শাম্মী আহমেদের সমর্থক হওয়ায় দোকানে হামলা করে নগদ অর্থ ও মালামাল নিযে যায়।
পংকজ নাথ সমর্থক ফখরুল বেপারী জানান, গতকাল সন্ধ্যায় জানতে পারি মান্দ্রা বাজারে মারামারি হচ্ছে। তখন গিয়ে কাউকে থামাতে পারিনি।তবে শুনেছি কিছুদিন আগে শরীফ নামে একটি ছেলের মোটরসাইকেল  ভাংচুর করার কারনে এ হামলা হয়েছে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুবাইর জানান, হামলার ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ৪ জন আসামীকে আটক করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT