4:37 pm , January 29, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের বিভিন্ন নদীতে পৃথক অভিযান চালিয়ে প্রায় ২৫ মণ জাটকাসহ ১০ জেলেকে আটক করেছে নৌপুলিশ। এদের মধ্যে ৫ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক হাজার টাকা করে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দিনভর তাদের আটক করা হয় বলে জানিয়েছে নৌ পুলিশ বরিশাল অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির। অভিযানে ৬ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। এসময় ৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হওয়ার পাশাপাশি একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। এছাড়া একটি নৌযান জব্দ করেছে নৌপুলিশ।