জাটকাসহ ১০ জেলে আটক জাটকাসহ ১০ জেলে আটক - ajkerparibartan.com
জাটকাসহ ১০ জেলে আটক

4:37 pm , January 29, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের বিভিন্ন নদীতে পৃথক অভিযান চালিয়ে প্রায় ২৫ মণ জাটকাসহ ১০ জেলেকে আটক করেছে নৌপুলিশ। এদের মধ্যে ৫ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক হাজার টাকা করে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দিনভর তাদের আটক করা হয় বলে জানিয়েছে নৌ পুলিশ বরিশাল অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির। অভিযানে ৬ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। এসময় ৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হওয়ার পাশাপাশি একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। এছাড়া একটি নৌযান জব্দ করেছে নৌপুলিশ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT