স্ত্রীকে মারধর ও ভ্রুন হত্যার অভিযোগে বরিশাল জেলা পুলিশ কনষ্টেবলের বিরুদ্ধে মামলা স্ত্রীর স্ত্রীকে মারধর ও ভ্রুন হত্যার অভিযোগে বরিশাল জেলা পুলিশ কনষ্টেবলের বিরুদ্ধে মামলা স্ত্রীর - ajkerparibartan.com
স্ত্রীকে মারধর ও ভ্রুন হত্যার অভিযোগে বরিশাল জেলা পুলিশ কনষ্টেবলের বিরুদ্ধে মামলা স্ত্রীর

4:33 pm , January 29, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ পদোন্নতির জন্য টাকা এনে দিতে না পারায় স্ত্রীকে মারধর ও ভ্রুন হত্যার অভিযোগে বরিশাল জেলা পুলিশ কনষ্টেবলের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্ত্রী বাদী হয়ে মামলা করেছে। ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন অভিযোগ তদন্ত করে পিবিআইকে নির্দেশ দিয়েছেন। মামলার বাদী মৌসুমী খানম মীরা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কুলধর গ্রামের বাসিন্দা মশিউর রহমানের কন্যা।
বিবাদীরা হলেন স্বামী একই এলাকার বাসিন্দা লিয়াকত হোসেন খানের ছেলে ও বরিশাল জেলা পুলিশের কনষ্টেবল হাসান খান, তার বাবা লিয়াকত খান, মা ফাতেমা বেগম, ভগ্নিপতি সাগর মোল্লা ও বোন লিমা খানম।
মামলা সুত্রে জানা গেছে, ২০১৭ সালে পারিবারিকভাবে মীরা ও হাসানের বিয়ে হয়। বর্তমানে এক কন্যার দম্পত্তি তারা।
মামলায় মীরা অভিযোগ করেছে, ২০২৩ সালের জানুয়ারী মাসে হাসান নায়েক পদে পদোন্নতি নেয়ার ৩ লাখ টাকা স্ত্রী মিরাকে এনে দিতে বলে। ওই টাকা এনে না দেয়ায় স্ত্রীর উপর নির্যাতন করে। গত ৪ ডিসেম্বর মারধরে গর্ভের সন্তান নষ্ট হয়। এ ঘটনায় ২৩ জানুয়ারী বরিশাল জেলা পুলিশের কাছে অভিযোগ দেয় মীরা। অভিযোগ দিয়ে ফেরার পথে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালে মীরাকে মারধর করে। বাড়ি ফিরে যাওয়ার পর অপর চার আসামী মীরাকে মারধর করে। এ ঘটনায় ন্যায় বিচার পেতে মামলা করেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT