নির্বাচনে যাচ্ছে না বিএনপি নির্বাচনে যাচ্ছে না বিএনপি - ajkerparibartan.com
নির্বাচনে যাচ্ছে না বিএনপি

4:32 pm , January 29, 2024

বরিশালের ৯ উপজেলায় নির্বাচনী হাওয়া

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের ৯ উপজেলায় বইছে নির্বাচনী হাওয়া। উপজেলার তিন চেয়ারম্যান পদে নির্বাচন নিয়ে চলছে নানা আলোচনা, কে প্রার্থী হচ্ছেন, কার জনসমর্থন কতটুকু। আলোচনায় ক্ষমতাসীন দলের নৌকা প্রতীক না দেয়ার বিষয়টি। বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী দেবে কিনা, তা নিয়ে চলছে বিশ্লেষন। নির্বাচন কমিশন ঈদের পর ভোট করার বিষয়টি জানিয়েছেন। তবে এখন পর্যন্ত বরিশাল জেলা নির্বাচন অফিসে কোন নির্দেশনাও আসেনি।
তারপরেও চলছে নিজেদের প্রার্থীতা ঘোষনা দিয়ে সম্ভাব্য প্রার্থীদের চলছে কর্মকান্ড। এখন পর্যন্ত সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের নেতাই বেশি। এছাড়াও শরীক দলের কয়েকজন নেতাও নির্বাচনে চেয়ারম্যান পদে নিজেদের প্রার্থী হিসেবে প্রচার করছে।
বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান মুন্সী বলেন, নির্বাচন করার কথা বলেছে নির্বাচন কমিশন। কিন্তু এখনো তফসিল ঘোষনা করা হয়নি। তবে নির্বাচন করার সকল প্রস্তুতি রয়েছে। নির্দেশনা পেলে কাজ শুরু করা হবে।
বরিশাল জেলার ১০ উপজেলা রয়েছে। এর মধ্যে মেহেন্দিগঞ্জ উপজেলায় প্রথম দফার ভোট হবে না। নয়টি উপজেলা হলো-সদর, বাবুগঞ্জ, গৌরনদী, আগৈলঝাড়া, মুলাদী, হিজলা, উজিরপুর, বানারীপাড়া ও বাকেরগঞ্জ।
বরিশালের ৯ উপজেলায় ৪০ আওয়ামী লীগের নেতা উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষনা দিয়েছেন।
এর মধ্যে বরিশাল সদর উপজেলায় প্রার্থী হিসেবে জানান দিয়েছেন তারা হলেন-বর্তমান চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, ভাইস চেয়ারম্যান এ্যাড. মাহবুবুর রহমান মধু, সংরক্ষিত ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকাউয়া ইউনিয়ন চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবি। তবে সাইদুর রহমান রিন্টু নির্বাচনের ব্যাপারে এখন পর্যন্ত মাঠে নামেননি।
বাবুগঞ্জ উপজেলায় বর্তমান চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার খালেদ হোসেন স্বপন ও ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব।
গৌরনদী উপজেলায় বর্তমান চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক নুরুজ্জামান ফরহাদ মুন্সী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক হাবিবুর রহমান, মনির হোসেন মিয়া, মো মামুন মোল্লা, আনিসুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন।
আগৈলঝাড়া উপজেলায় বর্তমান চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াত ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু সালেহ লিটন।
মুলাদী উপজেলায় বর্তমান চেয়ারম্যান তারিকুল ইসলাম খান মিঠু, ভাইস চেয়ারম্যান মাইনুল হাসান সবুর, আব্দুল মজিদ, মিজানুর রহমান হাওলাদার, আমিনুল ইসলাম নাগর, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জহিরউদ্দিন খসরু।
হিজলা উপজেলায় বর্তমান চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদার, তার ভাই দিপু সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এনায়েত হোসেন সরদার, বড়জালিয়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার ও মেমানিয়া ইউনিয়ন চেয়ারম্যান তৌফিক রহমান।
উজিরপুর উপজেলায় বর্তমান চেয়ারম্যান আ. মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র গিয়াসউদ্দিন বেপারী, সহ-সভাপতি হাফিজুর রহমান ইকবাল, সুখেন্দ্র শেখর বৈদ্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন।
বানারীপাড়া উপজেলায় বর্তমান চেয়ারম্যান গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাওলাদ হোসেন সানা, সহ-সভাপতি জিয়াউল হক মিন্টু ও জেলা পরিষদের সদস্য রাশেদুল ইসলাম স্বপন।
বাকেরগঞ্জ উপজেলায় বর্তমান ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, রাজীব তালুকদার ও ড. মোয়াজ্জেম হোসেন আমিনুল।
আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর বাইরে ৯ উপজেলায় চেয়ারম্যান পদে এখন পর্যন্ত শুধুমাত্র উজিরপুর উপজেলায় জাসদ’র (আম্বিয়া) এক প্রার্থী নিজের প্রার্থীতা জানান দিয়েছেন। তিনি হলে-সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজ। এছাড়া স্বতন্ত্র বা অন্য কোন দলের নেতা প্রার্থীতা জানান দেয়ার খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরিন বলেন, বিএনপি নির্বাচনে যাবে না। কোন নেতাও যাবে না। এটাই সিদ্বান্ত।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT