3:52 pm , January 29, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ দেশের অন্যতম খ্যাতনামা ব্রান্ড সেভেন রিংস সিমেন্টের হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠান হয়েছে। সোমবার বরিশাল ক্লাব মিলনায়তনের গোলাম মাওলা কনভেনশন সেন্টারের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেসার্স মরিয়ম ট্রেডার্স’র সত্বাধিকারী মো. আলতাফ মাহমুদ সিকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেভেন রিংস সিমেন্টের প্রধান বিপনন কর্মকর্তা মো. হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক কাজী মিরাজ। উপস্থিত ছিলেন এজিএম, মো. আরিফুর রহমান, সিনিয়র ম্যানেজার মোতালেব হোসেন রিজিওনাল ম্যানেজার মাহাবুবুল হক, সেভেন রিংস সিমেন্টের টিএসএম মো. তোফায়েল হোসেন। অনুষ্ঠানে নগরীর সেরা ১০ জন ডিলারকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকৌশলী রফিকুল হাসান।