3:48 pm , January 29, 2024
রাজাপুর প্রতিবেদক ॥ রাজাপুরে পাঁচ সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে শুক্তাগড় ইউনিয়নের ১নং ওয়ার্ডের আউখিরা গ্রামে স্বামীর ঘর থেকে লাশ উদ্ধার করা হয়। ওই নারী হলো জয়নব বিবি (৪০)। সে আউখিরা গ্রামের ইমাম হোসেনে (৫০) এর চতুর্থ স্ত্রী এবং কানুনিয়া এলাকার মো. নজেব আলীর মেয়ে।
জয়নবের বড় ভাই সোহরাব হোসেন জানান, স্বামী ও ছেলে খড় আনতে যায়। কন্যা গোসল করতে যায়। ঘরে জয়নব একা ছিলো। কন্যা লাকি ঘরে এসে মাকে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় পেয়েছে। ওসি মু. আতাউর রহমান জানিয়েছেন, লাশ ময়না তদন্ত করা হবে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে।