নগরীতে ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিলো এক নারী নগরীতে ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিলো এক নারী - ajkerparibartan.com
নগরীতে ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিলো এক নারী

3:35 pm , January 28, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর প্রানকেন্দ্র সদর রোড থেকে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশ সোপর্দ করেছে এক নারী। বরিশালের মুলাদী উপজেলা থেকে মাকে নিয়ে চিকিৎসা করাতে এসে ছিনতাইকারীর খপ্পড়ে পড়েন তারা। ঘটনাটি ঘটে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর রোডের ল্যাব এইড’র সামনে বলে পুলিশ জানিয়েছে।
আটক ছিনতাইকারী হলো- সোহান (২২)। সে নগরীর ১৯ নম্বর ওয়ার্ড নতুন বাজার এলাকার বাসিন্দা মো. খলিলুর রহমানের ছেলে।
বরিশাল মহানগর পুলিশের কোতয়ালী মডেল থানার এএসআই দ্বীন মোহাম্মদ বলেন, মুলাদী উপজেলার চরকমিশনার গ্রামের আবুল কালামের স্ত্রী ইসরাত জাহান মনি তার মাকে নিয়ে ডাক্তার দেখাতে ল্যাব এইডে আসে। তখন দুই ছিনতাইকারী তাদের ব্যাগ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনতাই করে। এ সময় ওই নারী সোহানকে ধরে ফেলে। পরে স্থানীয়দের সহায়তায় তাদের কাছে হস্তান্তর করেছে।
এএসআই দ্বীন মোহাম্মদ জানান, মোবাইল সেট উদ্ধার করা হলেও টাকা নিয়ে অন্যজন পালিয়েছে। ওই নারী মামলা করবে না বলে জানিয়েছে।
কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী বলেন, যেহেতু ওই নারী কোন মামলা দেয়নি। এখন আমাদের বিকল্প কোন ব্যবস্থা গ্রহন করতে হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT