বরিশালে আবার রাজনৈতিক কর্মসূচী নিয়ে ফিরতে শুরু করেছে বিএনপি বরিশালে আবার রাজনৈতিক কর্মসূচী নিয়ে ফিরতে শুরু করেছে বিএনপি - ajkerparibartan.com
বরিশালে আবার রাজনৈতিক কর্মসূচী নিয়ে ফিরতে শুরু করেছে বিএনপি

3:34 pm , January 28, 2024

বিশেষ প্রতিবেদক ॥ আত্মগোপন আর কারাগার থেকে বেরিয়ে এসে বিএনপি নেতাকর্মীরা আবার বরিশালের রাজপথে সরব হয়ে উঠছে। দীর্ঘদিন পরে বিএনপির জেলা ও মহানগর কার্যালয়ে বাতি জ¦লেছে। নেতাকর্মীদের সতর্ক পদচারনায় কিছুটা মুখরিত আবার দলীয় কার্যালয়। গত ২৮ নভেম্বরের পর বরিশালের রাজপথে গত শনিবারই একটি মিছিল বের করে নির্বিঘেœ তা সম্পন্ন করার সুযোগ পায় বিএনপি। ফলে নেতাকর্মীরা কিছুটা উজ্জীবিত।
তবে এখনো এ অঞ্চলের কমপক্ষে লক্ষাধীক নেতাকর্মী গায়েবী মামলা সহ গ্রেপ্তার আতংকে ঘর ছাড়া। ঢাকায় কারাবন্দী দলটির যুগ্ম মহাসচিব ও সাবেক মেয়র মুজিবর  রহমান সারোয়ার। একটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়ে গাজীপুর কারাগার থেকে বের হলে অপর এক মামলায় গেট থেকেই গ্রেপ্তার করে পুনরায় কারান্তরীণ করা হয়েছে তাকে।
গত ২৮ নভেম্বর ঢাকায় বিএনপি’র কেন্দ্রীয় মহাসমাবেশকে কেন্দ্র করে গোলযোগের পরে দেশব্যপী প্রধান  বিরোধী দলের ওপর যে খরগ নেমে আসে তারই অংশ হিসেবে বরিশাল সহ সমগ্র দক্ষিণাঞ্চলেই দলটির বিপুল সংখ্যক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি বিলকিস জাহান শিরিন এবং মহানগরের আহবায়ক আবুল হোসেন খান ও দক্ষিণ জেলা আহবায়ক মুনিরুজ্জামান ফারুক আন্দোলনের প্রথমেই মিছিল বের করার প্রস্তুতির মুখে মহানগরীর সিএন্ডবি রোড থেকে গ্রেপ্তার হন। পরে বিলকিস ও আবুল হোসেন জামিনে বের হলেও দ্বিতীয় দফায় গ্রেপ্তার হন আবুল হোসেন খান। সর্বশেষ গত সপ্তাহে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জজামান ফারুক বরিশাল কেন্দ্রীয় কারার থেকে মুক্ত হয়ে শনিবার কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী বরিশাল মহানগরীতে কালো পতাকা মিছিল করতে সক্ষম হয়েছেন।
দলটির একাধিক নেতৃবৃন্দের দাবী, কোন দমন পীড়ন করে তাদের লক্ষ্যচ্যুত করা যাবেনা। তাদের মতে, ‘বিএনপিতে শাহজাহান ওমরের মত মোনাফেক একজনই। কোন নির্যাতন নিপীড়নেও দলীয় নেতাকর্মীদের ভাগিয়ে নিয়েও বিএনপি ভাঙ্গা যায়নি এবং যাবেও না।
আওয়ামী লীগের একাধিক নেতৃবৃন্দের দাবী ‘বিএনপির সাংগঠনিক কোন শক্তি ও জনসমর্থন বলতে কিছু নেই। দলটির নেতৃবৃন্দের কথা এখন দলীয় কর্মীরাই বিশ^াস করেন না। আওয়ামী লীগ ছাড় দেয় বলেই বিএনপি বরিশালে কিছু কর্মসূচী পালন করার সুযোগ পাচ্ছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT