3:27 pm , January 28, 2024

মিথ্যা অভিযোগে মামলা
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহামুদের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা অভিযোগের মামলা দায়ের করায় সংবাদ সম্মেলন করা হয়েছে। রোববার বেলা ১২টায় ওয়ার্ড কাউন্সিলর রূপাতলী তার নিজ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন। তার বিরুদ্ধে ওই মামলা দায়ের করেছে স্থানীয় মো. আরিফুল ইসলাম (সুমন মোল্লা)। গত ২৫ জানুয়ারি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সুলতান মাহামুদ সহ মোট ৮ জনকে অভিযুক্ত করে চাঁদাবাজি ও কুপিয়ে জখম করার অভিযোগে মামলাটি দায়ের করে সে। মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করায় ২৫নং ওয়ার্ডের সাধারন জনগন ক্ষিপ্ত হয়ে মানববন্ধনের ডাক দেয়। কিন্তু রূপাতলী বাসস্টান্ডের সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ন রাখতে সিটি মেয়রের নির্দেশে মানববন্ধন কর্মসূচি না করে সংবাদ সম্মেলন করেছেন কাউন্সিলর সুলতান মাহামুদ বলে জানান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, মামলার বাদী আরিফুল ইসলাম (সুমন মোল্লা) রূপাতলী এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। পূর্বে একাধিক বার মাদক সহ আটক হয়েছে সুমন মোল্লা। মাদক বিক্রয় সংক্রান্ত বিভিন্ন বিষয় তার অসংখ্য শত্রু রয়েছে। এছাড়া সে জেলা ও মহানগর ট্যাক্সি, অটোরিক্সা, অটো টেম্পু, মিশুক, বেবি ট্যাক্সি, মাহেন্দ্র ও সিএনজি ট্যাক্সিকার চালক ওয়ার্কার্স ইউনিয়ন নামক একটি সংগঠনের সাধারন সম্পাদক দাবী করে নিজেই এ সকল যানবাহান থেকে চাঁদাবাজি করে থাকে। যা নিয়ে বিভিন্ন সময় সে নিজেই যান চালকদের মারধর সহ বিতর্কিত কর্মকান্ড করে। গত ১৬ জানুয়ারি কে বা কারা পূর্ব শত্রুতার জেরে সুমন মোল্লাকে কুপিয়ে জখম করেছে। গত ২৫ তারিখ জানতে পারেন সেই ঘটনায় সুমন মোল্লা তাকে ১নম্বর আসামী করে মোট ৮ জনের নাম উল্লেখ করে চাঁদাবাজি ও কুপিয়ে জখম করার অভিযোগে মামলা দায়ের করেছে। যা পুরোপুরি ভিত্তিহীন একটি অভিযোগ। এমন কোন ঘটনাতো দূরের কথা, মামলায় তিনি সহ যাদের নাম উল্লেখিত হয়েছে তারা ভালো করে জানেনও না। সুলতান মাহামুদ বলেন, নগরীর ২৫নম্বর ওয়ার্ডের একাধিক বারের বিপুল ভোটে নির্বাচিত কাউন্সিলর তিনি। এলাকার প্রতিটি মানুষ তাকে খুব কাছ থেকে চেনে ও ভালোবাসেন। এবারের ভোটেও বিপুল পরিমান ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। এমন অভিযোগ তার বিরুদ্ধে এনে সুমন মোল্লা শত্রুতা মূলক ভাবে তাকে মানহানি করার চেষ্টা করেছে মাত্র। তার এমন কর্মকান্ডে পুরো এলাকাবাসি ক্ষিপ্ত হয়ে মানববন্ধনে ডাক দিয়েছিল। শুধুমাত্র এলাকার সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ন রাখতে সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর নির্দেশে মানববন্ধন কর্মসূচি বাদ দিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। সুলতান মাহামুদ অভিযোগের বিষয়টি ভালো করে তদন্ত করে দেখার অনুরোধ জানিয়েছে। তার দাবী সঠিক তদন্তে সুমন মোল্লার ভিত্তিহীন অভিযোগের বিষয়টি পরিস্কার হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।