4:03 pm , January 27, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ ডামি নির্বাচন বাতিল এবং একতরফা সরকার পদত্যাগ করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন দেওয়ার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি করেছে বাম গণতান্ত্রিক জোট। শনিবার বেলা সাড়ে ১১ টায় নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলার সম্পাদক অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ। বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদক আব্দুস সাত্তার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখার সদস্য বিজন সিকদার। বক্তারা বলেন, গত ৭ জানুয়ারি এক তরফা নির্বাচনের মাধ্যমে দেশের নির্বাচন ব্যবস্থায় আর একটি কলঙ্ক রচিত হয়েছে। বক্তারা অবিলম্বে ৭ জানুয়ারির নির্বাচনের ফলাফল বাতিল করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে সকলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবি জানান। সমাবেশ শেষে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।