নগরীতে বিএনপির কালো পতাকা মিছিল নগরীতে বিএনপির কালো পতাকা মিছিল - ajkerparibartan.com
নগরীতে বিএনপির কালো পতাকা মিছিল

4:01 pm , January 27, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বেগম খালেদা জিয়া সহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং সংসদ বাতিলসহ একদফা দাবিতে বরিশালে কালো পতাকা মিছিল করেছে বিএনপি। শনিবার বেলা ১১ টায় নগরের সদর রোডের দলীয় কার্যালয় চত্বর থেকে বরিশাল মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি’র যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবুল কালাম শাহিনের সঞ্চালনায় মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন, মেজবাহ উদ্দীন ফরহাদ, মহানগর বিএনপি’র আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক, যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দীন সিকদার, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ প্রমুখ। সমাবেশে বিলকিস জাহান শিরিন বলেন, স্বৈরাচারী ক্ষমতা ব্যবহার করে, বিরোধীদলীয় নেতাকর্মীদের জেলহাজতে ভরে  আন্দোলন দমিয়ে রাখা যায়নি, যাবেও না। বিএনপি নেতাকর্মীদের জেলে রেখে এই সরকার বেশিদিন টিকে থাকতে পারবে না। আন্দোলন চলছে চলবে যতদিন পর্যন্ত এই ১০%পার্সেন্ট ভোটের সরকারের পতন না হবে।
সমাবেশ শেষে কালো পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি গির্জা মহল্লা, চকবাজার ও লাইন রোড হয়ে ফের সদর রোডের দলীয় কার্যালয়ে  গিয়ে শেষ হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT