3:58 pm , January 27, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার চর নেহালগঞ্জে জমি ও পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এক জেলে, তার স্ত্রী ও শিশু কন্যার উপর দাহ্য জাতীয় পদার্থ নিক্ষেপ করেছে প্রতিপক্ষ। শুক্রবার দিনগত রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও ঘটনার শিকার জেলে জানিয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনভাইসহ চারজনকে পুলিশ হেফাজতে নিয়েছে।
ঘটনার শিকার পরিবারের আহত সদস্যরা হলো : চর নেহালগঞ্জ গ্রামের বাসিন্দা রশিদ হাওলাদারের ছেলে রিয়াজ হাওলাদার তার স্ত্রী খাদিজা বেগম ও ১৮ মাস বয়সী শিশু কন্যা জান্নাতী। পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে প্রতিবেশী খালেক হাওলাদারের ছেলে ফিরোজ হাওলাদার, মিরাজ হাওলাদার, নাসির হাওলাদার ও মোখলেছ হাওলাদারের ছেলে রাকিব হাওলাদার কে। মহানগর পুলিশের বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল জানান, একটি পরিবারের তিন সদস্যের উপর দাহ্য জাতীয় পদার্থ নিক্ষেপ করা হয়েছে। তাদের বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার শিকার পরিবারের অভিযোগের প্রেক্ষিতে চারজনকে হেফাজতে নেয়া হয়েছে। অভিযোগ তদন্ত করা হচ্ছে। প্রাথমিক সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগী রিয়াজ হাওলাদার জানান, সম্পর্কে চাচাতো ভাই ফিরোজ ও মিরাজদের সাথে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। এছাড়া কয়েক বছর আগে ফিরোজ ও মিরাজ তার কাছ থেকে এক লাখ টাকা ধার নিয়েছিলো। পাওনা টাকা চাইলে হুমকি দেয় তারা। এর জেরে তার উপর এসিড নিক্ষেপ করেছে।
রিয়াজ বলেন, শুক্রবার রাত ৯টার দিকে স্ত্রী ও শিশু কন্যা নিয়ে ঘুমে ছিলেন। এসিড নিক্ষেপের পর দ্রুত জানালা খুলে দেখেন ফিরোজ, মিরাজ, নাসির ও নিজাম দৌঁড়ে পালিয়ে যাচ্ছে।
রিয়াজ বলেন, তাদের ছোঁড়া এসিডে আমার স্ত্রীর শরীরের পেছনের অংশ, শিশু জান্নাতী এবং তার মুখম-লসহ বেশ কিছু অংশে ফোসকা পড়েছে।