নগরীর ভাটিখানায় নির্মানাধীন ভবনে বিদ্যুৎ স্পৃষ্টে শ্রমিক নিহত নগরীর ভাটিখানায় নির্মানাধীন ভবনে বিদ্যুৎ স্পৃষ্টে শ্রমিক নিহত - ajkerparibartan.com
নগরীর ভাটিখানায় নির্মানাধীন ভবনে বিদ্যুৎ স্পৃষ্টে শ্রমিক নিহত

3:42 pm , January 26, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে নির্মানাধীন ভবনে রড তুলতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও এক শ্রমিক গুরুতর আহত হয়। শুক্রবার দুপুর ১টার দিকে নগরীর ভাটিখালা হারুন অর রশিদ সড়কের চরকোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত শ্রমিক হলেন  মো. শাহাবুদ্দিন (৩০)। সে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের দিনারের পোল এলাকার দুলাল কাজীর ছেলে।
আহত শ্রমিক হলেন সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের  গিলাতলী গ্রামের বাসিন্দা হাবুল শরীফের ছেলে লাল শরীফ (৫০)।
মহানগর পুলিশের কাউনিয়া থানার এসআই সবুজ চন্দ্র পাল বলেন, আব্দুল হাই নামে এক ব্যক্তির নির্মানাধীন ভবনে দুই তলা ভবনে কাজ করছিলো দুই শ্রমিক। ভবনের পাশ দিয়ে যাওয়া ৩৩ কেভি ভোল্টের সংযোগ তারের সাথে রড পড়ে। এতে দুইজন গুরুতর আহত হয়। এদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে নেয়ার পর চিকিৎসক শাহাবুদ্দিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে লাল শরীফ।
লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে জানিয়ে এসআই সবুজ বলেন, ঘটনাস্থলে উর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। তাদের সিদ্বান্তে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT