3:40 pm , January 26, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক সৈয়দ হাতেম আলীর বড় কন্যা, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কাজী মোতাহার হোসেনের সহধর্মিনী এবং বিশিষ্ট আইনজীবী কাজী মুনিরুল হাসান এর মা সৈয়দা আনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। শুক্রবার সকাল ৯টায় সদর রোড অনামি লেনের বাস ভবনে বার্ধক্যজনিত কারনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। কাউনিয়া সৈয়দা আনোয়ারা প্রবীন হাসপাতাল ও বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা সৈয়দা আনোয়ারা বেগম মৃত্যু কালে ৩ ছেলে, ৫ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ জুমা সদর রোড বাইতুল মোকাররম জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আছর আঞ্জুমান-ই হেমায়েত ইসলাম মাঠে (মুসলিম গোরস্থান প্রাঙ্গনে) মরহুমার ২য়জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। আগামী সোমবার বাদ আছর মরহুমার রুগের মাগফিরাত কামনায় তার বাস ভবনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। নামাজে জানাজায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস, বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. একেএম জাহাঙ্গীর, এ্যাড. কেবিএস আহম্মেদ কবির, এ্যাড. আনিছ উদ্দিন আহমেদ শহিদ, এ্যাড. ওবায়েদুল্লাহ সাজু, এ্যাড. মহসিন মন্টু প্রমূখ।