3:10 pm , January 26, 2024

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠী জেলা বিএনপির কালো পতাকা মিছিল পুলিশের বাঁধায় পন্ড হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ২৬ জানুয়ারী শুক্রবার সকালে এ কর্মসূচির আয়োজন করে ঝালকাঠি জেলা বিএনপি। কালোপতকা মিছিল পূর্ব সমাবেশে জেলা বিএনপির আহবায়ক মোঃ সৈয়দ হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব শাহাদাৎ হোসেন, ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি এ্যাড. নাসিমুল হাসান, ঝালকাঠি সদর উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ এজাজ হাসান, নলছিটি পৌর বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান মুবিন, নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী, জেলা যুবদলের আহবায়ক মোঃ শামিম তালুকদার।
সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিল বের হয়ে কিছুটা অগ্রসর হলে পুলিশের বাঁধায় পন্ড হয়।