প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত স্মার্ট বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ মন্ত্রিপরিষদ কাজ করছে -মহিববুর রহমান প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত স্মার্ট বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ মন্ত্রিপরিষদ কাজ করছে -মহিববুর রহমান - ajkerparibartan.com
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত স্মার্ট বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ মন্ত্রিপরিষদ কাজ করছে -মহিববুর রহমান

3:09 pm , January 26, 2024

কলাপাড়া প্রতিবেদক ॥ বর্তমান সরকারের নতুন মন্ত্রিপরিষদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমানের সঙ্গে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী।
এসময় তিনি উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উদ্দেশ্যে বলেন,  বর্তমান মন্ত্রী পরিষদের সকলেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করছে। যার যার অবস্থান থেকে জনগনের সর্বোচ্চ সেবা নিশ্চিতের পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সন্ত্রাসী, মাদক এবং সালিশ বানিজ্যমুক্ত কলাপাড়া রাঙ্গাবালী গঠনে সর্বাত্মকভাবে সকল নেতা-কর্মীদের নিয়ে কাজ করার আহবান জানানো হয়।
শুক্রবার বিকাল পৌনে পাঁচটায় কলাপাড়া কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আমি বিগত পাঁচ বছরে এমপি হিসেবে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছি। তখনও কলাপাড়ায় সন্ত্রাস, মাদক এবং সালিশ বানিজ্য হতে দেইনি। এতে কলাপাড়ার সর্বস্তরের ব্যবসায়ি, সাধারণ মানুষ শান্তিতে ছিলো এবং সকলেই সরকারের সকল সেবায় সন্তুষ্ট ছিলো বিধায় আমাকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত করেছেন। প্রধানমন্ত্রী এই অঞ্চলের গুরুত্ব সম্পর্কে অবহিত। এ কারনেই তিনি তার আশীর্বাদের হাত রেখেছেন আমার মাথায়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কলাপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক  এবং মন্ত্রীর সহধর্মিণী অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা সহ উপজেলা আওয়ামীলীগের নেতা-কর্মীরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT