3:08 pm , January 26, 2024
তরিকুল ইসলাম, ভা-ারিয়া প্রতিবেদক ॥ পিরোজপুর পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম) গতকাল শুক্রবার বিকেলে ফেরি ডুবিতে নিহত সহকারী মাস্টার হুমায়ন কবিরের গ্রামের বাড়ী ভা-ারিয়া উপজেলা মাটিভাঙ্গা গ্রামে যান এবং শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। এসময় নিহতের স্ত্রীর হাতে জেলা পুলিশের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা এবং খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, মো. মুকিত হাসান খান, পিরোজপুর সদর থানার ওসি মুহাম্মাদ আশিকুজ্জামান, ভা-ারিয়া থানার ওসি আবির মুহাম্মদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার বলেন, নিহত হুমায়ন কবির এর ছেলে মেয়ের পড়া লেখার জন্য সহযোগীতা করার যথাসাধ্য চেষ্টা করবো। গত ১৭ জানুয়ারি বুধবার সকালে পাটুরিয়া ঘাটের অদূরে রজনীগন্ধা নামের ফেরিটি ডুবে গিয়ে ফেরির সহকারী ইঞ্জিন মাষ্টার হুমায়ন কবির মারা যান। ফেরি ডুবির ৫ দিন পর ২২ জানুয়ারি বিকেলে হুমায়ন কবিরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পরদিন তার গ্রামের বাড়ী ভা-ারিয়া উপজেলার মাটিভাঙ্গা গ্রামে দাফন করা হয়।