বরিশালে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বরিশালে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন - ajkerparibartan.com
বরিশালে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

3:44 pm , January 24, 2024

নিজস্ব প্রতিবেদক ॥  বরিশালে ৫২তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা জেলা পর্যায়ে শীতকালীন খেলাধূলা ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় নগরের বঙ্গবন্ধু উদ্যানে বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমপি কমিশনার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস ও জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই সহ ১০ উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন জানান, দুই দিনব্যাপী জেলা পর্যায়ে শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতায় বরিশাল জেলার ১০টি উপজেলার প্রায় ১ হাজার প্রতিযোগি অংশ নিচ্ছে। মোট ১০টি দলীয় এবং ৩৯ টি একক ইভেন্টে খেলায় অংশগ্রহণ করছেন তারা। বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বৃহস্পতিবার।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT