উচ্চ শিক্ষার জন্য তিশার আমেরিকায় গমন উচ্চ শিক্ষার জন্য তিশার আমেরিকায় গমন - ajkerparibartan.com
উচ্চ শিক্ষার জন্য তিশার আমেরিকায় গমন

3:48 pm , January 23, 2024

জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠন আবিস্কার এর প্রতিষ্ঠাতা আবু বকর ছিদ্দিক সোহেল এর মেয়ে তাসনিম খাদিজা ছিদ্দিক (তিশা) উচ্চশিক্ষার জন্য আমেরিকা গিয়েছে। গত ১৯ জানুয়ারী ঢাকা থেকে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করে। তিশা আমেরিকার Southeast Missouri State University তে Psychology তে ব্যাচেলর ডিগ্রি অর্জনের জন্য গিয়েছে। ঢাকার পুরানো পল্টনে অবস্থিত লিটল জুয়েলস এন্ড ইনফ্যান্ট স্কুল থেকে শিক্ষা জীবন শুরু করে এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে ইংলিস ভার্সনে ২০২২ সালে এচঅ – ৫ সহ কৃতিত্বের সাথে এইচ এস সি পাস করে। তিশা বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশনের জাতীয় রেঞ্জার কাউন্সিলের নির্বাহী সদস্য এবং আবিস্কার এর কনিষ্ঠতম আজীবন সদস্য। তিশা ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা এবং বরিশাল কিশোর মজলিস এর প্রতিষ্ঠাতা প্রয়াত একেএম আজহার উদ্দিন এর নাতনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT