বাবা-মায়ের কবরের পাশে হুমায়ন কবিরের দাফন সম্পন্ন বাবা-মায়ের কবরের পাশে হুমায়ন কবিরের দাফন সম্পন্ন - ajkerparibartan.com
বাবা-মায়ের কবরের পাশে হুমায়ন কবিরের দাফন সম্পন্ন

3:45 pm , January 23, 2024

পণ্যবাহী রজনীগন্ধা ফেরিডুবির ঘটনা

ভান্ডারিয়া প্রতিবেদক ॥ মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া ঘাটের কাছে পদ্মায় পণ্যবাহী রজনীগন্ধা ফেরিডুবির ঘটনায় নিখাঁজ ফেরিটির সহকারী ইঞ্জিন চালক মো. হুমায়ন কবিরের (৩৯) লাশ দাফন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাটিভাঙ্গা গ্রামের পূর্ব মাটিভাঙ্গা মোন্তাজিয়া দাখিল মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে হুমায়ন কবিরের মৃতদেহ দাফন করা হয়।
হুমায়ুন কবিরের ছোট ভাই রফিকুল ইসলাম শাওন জানান, সোমবার বিকাল ৪টার দিকে পাটুরিয়া ফেরিঘাট থেকে প্রায় ১৩ কিলোমিটার ভাটিতে হরিরামপুর উপজেলার বাহাদুরপুর এলাকায় পদ্মা নদী থেকে আমার ভাই হুমায়ন কবিরের মরদেহ উদ্ধার করা হয়। এরপর মৃতদেহ বাড়ি এনে বাবা মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াছিন আরাফাত নিহতের স্বজনদের জন্য দুই বস্তা চাল, কিছু শুকনো খাবার ও ফল নিয়ে সমবেদনা জানাতে আসেন। এ সময় ইউএনও নিহতের পরিবারকে ভবিষ্যতে সহায়তার আশ্বাস দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT