লালমোহনে বৈদ্যুতিক ফাঁদে মাছ শিকার করতে গিয়ে কিশোরের মৃত্যু লালমোহনে বৈদ্যুতিক ফাঁদে মাছ শিকার করতে গিয়ে কিশোরের মৃত্যু - ajkerparibartan.com
লালমোহনে বৈদ্যুতিক ফাঁদে মাছ শিকার করতে গিয়ে কিশোরের মৃত্যু

3:29 pm , January 22, 2024

লালমোহন প্রতিবেদক ॥ ভোলার লালমোহন উপজেলায় বৈদ্যুতিক ফাঁদের মাধ্যমে মাছ শিকার করতে গিয়ে মো. জিসান নামে ১৬ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহেষখালী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত কিশোর জিসান ওই এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে।
জানা যায়, বিদ্যুৎ এর অবৈধ লাইন ব্যবহার করে  মাছ শিকারের ফাঁদ তৈরি করে কিশোর জিসান। রোববার রাতে সকলের অগোচরে বাড়ির পুকুরে ওই ফাঁদ দিয়ে মাছ শিকার করতে যায় সে। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়ে চিৎকার দেয়। চিৎকার শুনে তার মা ছুটে গিয়ে বিদ্যুতের সংযোগ বন্ধ করে দেন। এরপর জিসানকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানের চিকিৎসক ওই কিশোরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই কিশোরের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT