যুবক বয়সে ধর্ষণ মামলায় যাবজ্জীবন, বৃদ্ধ বয়সে গ্রেপ্তার ! যুবক বয়সে ধর্ষণ মামলায় যাবজ্জীবন, বৃদ্ধ বয়সে গ্রেপ্তার ! - ajkerparibartan.com
যুবক বয়সে ধর্ষণ মামলায় যাবজ্জীবন, বৃদ্ধ বয়সে গ্রেপ্তার !

3:29 pm , January 22, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জে যুবক বয়সে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদ-ে দ-িত আসামী বৃদ্ধ বয়সে এসে ধরা পড়েছে পুলিশের হাতে। রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. ইয়াছিনুল হক জানিয়েছেন।  গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আব্দুল বারেক মল্লিক (৬৭)। সে মেহেন্দিগঞ্জ উপজেলার জালিরচর এলাকার মৃত আব্দুল মজিদ মল্লিকের ছেলে।  মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, ধর্ষণের অভিযোগে করা মামলায় ২০১৬ সালে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আসামীর অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদ-ে দ-িত করে। রায় ঘোষনার পূর্ব থেকে পলাতক বারেক মল্লিক ঢাকা ও নারায়নগঞ্জে আত্মগোপনে ছিলো। তাকে গ্রেপ্তার করা মেহেন্দিগঞ্জ থানার এসআই মিঠু আহমেদ বলেন, রোববার বিশেষ কাজে জালিরচর গ্রামে এসেছিলো বারেক মল্লিক। সকালে ঢাকা চলে যাওয়ার পরিকল্পনা ছিলো। গোপনে এ সংবাদ পেয়ে অভিযান চালিয়ে বারেক মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। বরিশাল নারী  ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. হুমায়ুন কবির বলেন, সাজা পরোয়ানায় তাকে জেলে পাঠানো হয়েছে। বারেক মল্লিককে জেলে পাঠানোর আদেশ দিয়েছেন বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন।
মামলার বরাতে বেঞ্চ সহকারী বলেন, জালিরচর গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ করে। এ ঘটনায় বৃদ্ধি প্রতিবন্ধী যুবতীর বোন বাদী হয়ে ২০০৬ সালের ৩০ মার্চ মেহেন্দিগঞ্জ থানায় মামলা করে। ২০১৬ সালের ২২ এপ্রিল তাকে যাবজ্জীবন কারাদ- দেন বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ আবু তাহের। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন বছরের কারাদ- দেয়া হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT