বড় পর্দায় বিপিএল উপভোগ করতে চায় নগরবাসী ॥ মেয়রের দৃষ্টি কামনা বড় পর্দায় বিপিএল উপভোগ করতে চায় নগরবাসী ॥ মেয়রের দৃষ্টি কামনা - ajkerparibartan.com
বড় পর্দায় বিপিএল উপভোগ করতে চায় নগরবাসী ॥ মেয়রের দৃষ্টি কামনা

3:22 pm , January 22, 2024

বন্ধ রয়েছে বিসিসির সবগুলো ফ্ল্যাট মনিটর

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর গুরুত্বপূর্ন ৪টি পয়েন্ট স্থাপন করা আছে ৪টি এলইডি ফ্ল্যাট মনিটর। এর মালিকানা ও তত্ত্বাবধানের  দায়িত্বে রয়েছে বরিশাল সিটি করপোরেশন। জাতীয় ও রাষ্ট্রীয় নানা প্রচার-প্রচারণা ও বিনোদনমূলকসহ বিশেষ প্রয়োজনে এসব মনিটরে প্রদর্শন বা প্রচার করা হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য বিগত এক বছরেরও বেশী সময় ধরে বন্ধ ও বিকল অবস্থায় রয়েছে এসব মনিটর। কয়েকদিন আগে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। এই বিপিএলে টিম হিসাবে রয়েছে ফরচুন বরিশাল। ক্রিকেট প্রেমী নগরবাসীর দাবী বরিশালের পরবর্তী ম্যাচের আগেই চালু করা হোক এই সব ফ্ল্যাট মনিটর। এজন্য বিসিসি মেয়র আবুল খায়ের আবদুল্লাহর কাছে অনুরোধ জানিয়েছেন নগরবাসী।
জানা গেছে, নগরীর বঙ্গবন্ধু উদ্যান,এ্যানেক্স ভবন,রুপাতলী, নথুল্লাবাদ এলাকায় সিটি করপোরেশনের পক্ষ থেকে ৪ টি বড় ফ্ল্যাট মনিটর স্থাপন করা হয়েছে। এসব মনিটরে বিভিন্ন সময়ে খেলাসহ রাষ্ট্রীয় নানা বিষয় প্রদর্শন করা হয়। কিন্তু সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মেয়াদের শেষ সময় থেকে বন্ধ রয়েছে এসব মনিটর। এ কারনে নগরবাসী উৎসবমুখর পরিবেশে খেলাসহ নানা ইভেন্ট দেখা থেকে বঞ্চিত হচ্ছে। বঙ্গবন্ধু উদ্যানে খেলতে আসা রোহান নামের এক যুবক বলেন, যখন এই মনিটরে খেলা দেখায় তখন এই মাঠে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। হাজার হাজার মানুষ এক সাথে উপস্থিত হয়ে খেলা উপভোগ করে। এটা একটা দারুন অনুভূতি। আশা করি নতুন মেয়র এই বিষয়টি উপলব্ধি করবেন। সোহাগ নামে অপর এক কিশোর বলেন, আমরা বড় মনিটরে বরিশালের খেলা উপভোগ করতে চাই। তাই মেয়রের কাছে দাবী জানাচ্ছি বরিশালের পরবর্তী ম্যাচের আগেই মনিটরগুলো চালু করা হোক।
ক্রিকেট সকল শ্রেণি পেশার মানুষের প্রিয় একটি খেলা। তীব্র এই শীতে মানুষ নাস্তাবুদ হচ্ছে। এরমধ্যে যদি বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হয় তাহলে শীত থেকেও এক ধরনের পরিত্রান পাওয়া যায়। মানুষ এটাকে ঘীরে অনেকটা বিনোদন পেতে পারে এমনটাই মনে করেন নগরবাসী।
বরিশাল সিটি করপোরেশনের বিদ্যুৎ শাখার সহকারী প্রকৌশলী মুরাদ বলেন,  আমি মাত্র ২ মাস হয় দায়িত্ব পেয়েছি। এ সময়ের মধ্যে মনিটরগুলো সচল করা হয়নি। তবে যতদূর জানি মনিটরগুলোতে বড় ধরণের কোন সমস্যা নেই। কর্তৃপক্ষ আমাকে নির্দেশ দিলে  অবশ্যই মনিটরগুলো সচলের ব্যবস্থা গ্রহণ করবো।
বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুমা বেগম বলেন, আমি নতুন এসেছি। বিস্তারিত  বলতে পারব না। তবে মনিটরগুলো সচল করা ভাল একটি কাজ হবে এবং সেখানে খেলা দেখানো হলে মানুষ বিনোদনও পাবে। আমি বিষয়টি নিয়ে মেয়র মহোদ্বয়ের সাথে আলাপ করে যথাযথ ব্যবস্থা নেব।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT