বানারীপাড়ায় জীবিত ঝর্নাকে মৃত দেখিতে স্বামী পরিত্যক্তা ভাতা থেকে বাদ দিল সমাজ সেবা অফিস বানারীপাড়ায় জীবিত ঝর্নাকে মৃত দেখিতে স্বামী পরিত্যক্তা ভাতা থেকে বাদ দিল সমাজ সেবা অফিস - ajkerparibartan.com
বানারীপাড়ায় জীবিত ঝর্নাকে মৃত দেখিতে স্বামী পরিত্যক্তা ভাতা থেকে বাদ দিল সমাজ সেবা অফিস

3:20 pm , January 22, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের বানারীপাড়ায় জীবিত ঝর্নাকে মৃত দেখিতে স্বামী পরিত্যাক্ত ভাতা থেকে বাদ দিল সমাজ সেবা অফিস এমনটা অভিযোগ করে কান্না জনিত কন্ঠে আকতি জানাল ভুক্তভোগী ঝর্না। বানারীপাড়া উপজেলার ৫ নং সলিয়া বাকপুর ইউনিয়নের গোয়াইল বাড়ি ২ নং ওয়ার্ডের খালেক মৃধার স্বামী পরিত্যক্তা নারী ঝর্না সরকারী ভাবে স্বামী পরিত্যক্ত ভাতা পেত। হঠাৎ করে তার মোবাইলে ভাতা না আসলে উপজেলা সমাজ সেবা অফিসে গিয়ে জানতে পারে সে মারা গেছে। নিজে জীবিত অথচ সমাজ সেবা অফিসের তালিকায় নিজেকে মৃত দেখে হতবাক ও নির্বাক হয়ে যায় ঝর্না বেগম। এর কারন জানতে চাইলে অফিস থেকে জিজ্ঞাসা করা হয় সে তার ওয়ার্ডের মহিদুল ( ইউনিয়ন মহিলা মেম্বরের স্বামী) নামের ব্যক্তির কাছে গিয়েছিল কিনা। তাকে আরো বলা হয় আপনাকে খুজে পাওয়া যায় নি তাই আপনাকে মৃত দেখিয়ে ভাতা প্রাপ্তি থেকে বাদ দেয়া হয়েছে। অসহায় ঝর্না বার বার অফিসে গিয়েও কোন ফলাফল না পেয়ে হতাশ হয়ে পড়ে। এ বিষয়ে সমাজ সেবা অফিসে গেলে অফিসের কর্মকর্তারা বলেন আমরা সহজে কারও নাম বাদ দিতে চাই না। অনেক খোজাখুজি করে না পেয়ে চেয়ারম্যান ও মেম্বরদের অবহিত করি। চেয়ারম্যানের দেয়া তালিকা অনুয়ায়ী আমরা নাম বাদ দি। পরবর্তীতে তালিকা অনুযায়ী ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যানের স্বাক্ষরিত মৃত্যুর প্রত্যয়ন কিংবা নিরুদ্দেশ প্রত্যয়নে দেখে সমাজ সেবা অফিস নাম কর্তন করেন। ঝর্নার নাম কাটার বিষয় জানতে চাইলে তারা বলেন সলিয়াকবাকপুর ইউনিয়ন পরিষদের দেয়া চেয়ারম্যানের স্বাক্ষরিত মৃত্যু তালিকায় ঝর্নার নাম রয়েছে বলে তাকে বাদ দেয়া হয়েছে। পাশাপাশি সে এলাকায় না থেকে চাখার বসবাস করে তাই তাকে খুজে পাওয়া যায়নি। বাংলাদেশ সরকার অসহায় মানুষদের জন্য বিভিন্ন ধরনের ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করেন তার মধ্যে বিভিন্ন ধরনের ভাতা সমাজের অসহায় মানুষদের দুঃখ দুর্দশা লাগব করে অথচ স্থানীয় পর্যায়ে কিছু ব্যক্তি বর্গের স্বজনপ্রীতি ও হিংসাত্মক মনোভাবের কারনে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাধাগ্রস্থ হয়। যেখানে আইন মানুষের জন্য তৈরি করি হয় সেখানে সেই আইনের দোহাই দিয়েই মানুষের জীবন জীবিকাকে নস্যাৎ করে দেয়া হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT