3:17 pm , January 22, 2024

লালমোহন প্রতিবেদক ॥ ভোলার লালমোহন উপজেলায় পুকুরে ডুবে মোর্শেদা নামে ১৬ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার কালমা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত মোর্শেদা ওই এলাকার মো. নূরুন্নবীর মেয়ে।
জানা যায়, কিশোরী মোর্শেদা মৃগী রোগে আক্রান্ত এবং বুদ্ধিপ্রতিবন্ধী ছিল। সকালে বাড়ির পুকুরে গোসল করতে যায় সে। দীর্ঘ সময় পরেও মোর্শেদা ঘরে না ফিরলে তার মা তাকে খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে মোর্শেদাকে ভাসতে দেখেন তিনি। এ সময় তিনি চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে এসে মোর্শেদাকে পুকুর থেকে উদ্ধার করেন। পরে স্থানীয় পল্লী চিকিৎসককে খবর দিলে তিনি এসে মোর্শেদার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই কিশোরীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।