কাউখালীতে হাটের দিনে যানজট নিরসনে ওসির উদ্যোগ কাউখালীতে হাটের দিনে যানজট নিরসনে ওসির উদ্যোগ - ajkerparibartan.com
কাউখালীতে হাটের দিনে যানজট নিরসনে ওসির উদ্যোগ

3:15 pm , January 22, 2024

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী প্রতিবেদক ॥ কাউখালী উপজেলার দক্ষিণ বাজারের হাটের দিনে যানজট নিরসনের লক্ষ্যে কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির সোমবার বিভিন্ন গাড়ির চালক, ভাসমান ও স্থানীয় ব্যবসায়ীদের  সচেতন করছেন। যাতে কাউখালীতে হাটের  দিনে কোন যানজট সৃষ্টি না হয়। উল্লেখ্য কাউখালী উপজেলা সদরে  সাপ্তাহিক শুক্র ও সোমবার হাটের দিনে দক্ষিণ বাজারে খুবই যানজটের সৃষ্টি হয়।  এই দুই দিনে বিভিন্ন এলাকা থেকে ভাসমান দোকান সহ বিভিন্ন ব্যবসায়ীরা কাউখালীতে আসে। যার ফলে হাটের দিনে যানজট লেগেই থাকে। ফলে দক্ষিণ বাজারের কাউখালী সরকারি বালক বিদ্যালয় সড়ক থেকে চিরাপাড়া ব্রিজ পর্যন্ত রাস্তা দিয়ে চলাচল মুশকিল হয়ে পড়ে। জরুরী অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, পুলিশের টহলের গাড়ি সহ গুরুত্বপূর্ণ সরকারি যানবাহন এ রাস্তা দিয়ে চলাচলে বিঘœ ঘটে।কাউখালী থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, হাটের দিনে বাজারে আসা ক্রেতা-বিক্রেতাদের কোন প্রকার সমস্যা না হয় এ জন্য আমরা সার্বক্ষণিক তৎপর থাকবো এবং যানজট নিরসনের জন্যে প্রয়োজন বোধে আরো পদক্ষেপ গ্রহণ করব।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT