বরিশাল জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মহিউদ্দিন মানিক বীর প্রতীক-সম্পাদক কাজী আবুল কালাম আজাদ বরিশাল জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মহিউদ্দিন মানিক বীর প্রতীক-সম্পাদক কাজী আবুল কালাম আজাদ - ajkerparibartan.com
বরিশাল জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মহিউদ্দিন মানিক বীর প্রতীক-সম্পাদক কাজী আবুল কালাম আজাদ

4:09 pm , January 21, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রোববার কমিটির নাম প্রকাশ করা হয়। ঘোষিত কমিটিতে প্রধান পৃষ্ঠপোষক হচ্ছেন বরিশালজেলা প্রশাসক শহিদুল ইসলাম ও প্রধান উপদেষ্টা হচ্ছেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। কমিটিতে সভাপতি হচ্ছেন বীরমুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতীক ও সাধারন সম্পাদক কাজী আবুল কালাম আজাদ। কমিটিতে প্রধান সমন্বয়ক হচ্ছেন অতিরক্তি পুলিশ সুপার রেজওয়ান আহমেদ।  সহ-সভাপতি হচ্ছেন বিএমএ’র প্রেসিডেন্ট ডা. মো. তৈয়বুর রহমান, বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষিকা পাপিয়া জেসমিন। কমিটিতে যুগ্ম সাধারন সম্পাদক পদে ডা. কবিউল করিম, দফতর সম্পাদক পদে মাসুদা বেগম, অর্থ সম্পাদক পদে মো. মেজবাহউদ্দিন, প্রচার সম্পাদক পদে মুরাদ আহমেদ, মহিলা বিষয়ক পদে রহিমা সুলতানা কাজল, নির্বাহী সদস্য পদে এসএম শেলী, একেএম লুৎফুল করিম, কাজী জাহাঙ্গীর কবির, আনিচুর রহমান চৌকিদারকে রাখা হয়েছে। কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন বীরমুক্তিযোদ্ধা আমির হোসেন তালুকদার, এ্যাড. সুভাষ চন্দ্র শীল, মো. শওকত হোসেন শাহীন, যতীন্দ্রনাথ হালদার, সুনীল কুমার বাড়ৈ, এইচএম জয়নাল আবেদীন, বীরমুক্তিযোদ্ধা কেএম শাহে আলম বয়াতী ও পংকজ কুমার দাস।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT