মেহেন্দিগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ল ব্যবসা প্রতিষ্ঠান মেহেন্দিগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ল ব্যবসা প্রতিষ্ঠান - ajkerparibartan.com
মেহেন্দিগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ল ব্যবসা প্রতিষ্ঠান

3:25 pm , January 21, 2024

মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ব্যবসায়ী আনোয়ার হোসেন সরদারের স্বপ্ন পুড়ে গেছে। আনোয়ার হোসেন এর অভিযোগ, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে তার প্রায় ৫-৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের নয়াখালী বাজার এলাকায় শনিবার গভীর রাতে। ওসি মোঃ ইয়াছিনুল হক বলেন, বিষয়টি জেনেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা জানান ফজর নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে মুসল্লীরা ধোঁয়া দেখে ডাকাডাকি শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT