কাউখালীতে চারটি গরু চুরি কাউখালীতে চারটি গরু চুরি - ajkerparibartan.com
কাউখালীতে চারটি গরু চুরি

3:37 pm , January 20, 2024

কাউখালী প্রতিবেদক ॥ কাউখালীতে চারটি গরু চুরি হয়েছে। জানা গেছে, কাউখালী উপজেলার সদর ইউনিয়নের বড় বিড়ালজুড়ী গ্রামের ইব্রাহিম হাওলাদারের গোয়াল ঘরের তালা ভেঙ্গে শুক্রবার গভীর রাতে  তিনটি বলদ গরু ও একটি গাভী চোরে নিয়ে গেছে। গরুর মালিক ইব্রাহিম হাওলাদার জানান, শনিবার সকালে গোয়াল ঘরে গিয়ে দেখি গরু নেই । গোয়াল ঘরের তালা ভেঙ্গে গরু চোররা গরু নিয়ে গেছে। চারটি গরুর আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ টাকা বলে গরুর মালিক জানান। এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির বলেন, গরু চুরির ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দেওয়া হয়েছে। চোর চক্র ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT