3:34 pm , January 20, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগী শূন্য বরিশাল বিভাগে আরো চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল। এর আগে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের কোন সরকারী হাসপাতালে ডেঙ্গ রোগে আক্রান্ত রোগী ভর্তি হয়নি। তবে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪ জন রোগী ভর্তি হয়েছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া রোগী হলো-এমদাদুল (২৭)। সে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা।
স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যে ২০২৩ সালের ১ জানুয়ারী থেকে ২০২৪ সালের ১৮ জানুয়ারী পর্যন্ত বিভাগের দুই মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৮ হাজার ১৪১ জন রোগী ভর্তি হয়। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৯০৯ জন। বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২১৪ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৫ জন।
চিকিৎসাধীন অবস্থায় সবচেয়ে বেশি মারা গেছে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, ১৭২ জন। এছাড়াও পিরোজপুর জেলা সদরসহ বিভিন্ন হাসপাতালে ১২, ভোলায় ১০, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৭, বরগুনায় ৬, বরিশালে ৪, পটুয়াখালীতে ২ ও ঝালকাঠিতে একজনের মৃত্যু হয়েছে।