জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী পালিত জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী পালিত - ajkerparibartan.com
জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী পালিত

3:31 pm , January 20, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে কারাবন্দী জাতীয় সংসদের সাবেক হুইপ ও বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের দিক নির্দেশনায় ও বরিশাল জেলা শ্রমিকদলের আয়োজনে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আছরবাদ বরিশাল নগরীর সাধুর বটতলা পশ্চিম কাউনিয়াস্থ আল মদিনা জামে মসজিদে এ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর, সাবেক সহ সাধারন সম্পাদক আনোয়ারুল হক তারিন, জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপি নেতা মোহাম্মদ হোসেন চৌধুরী, মনিরুজ্জামান মনির, জেলা শ্রমিকদলের সিনিয়র সহ সভাপতি ইব্রাহিম হামিদ মাসুম, সহ সভাপতি মোঃ মহসিন আহমেদ, যুবদল নেতা সাব্বির আহমেদ, আল আমিন,শহীদ চৌধুরী,কবির হাওলাদার,নুরুল হক রিয়াজ,রাজ্জাক,আনিস ও আনোয়ার প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT