3:28 pm , January 20, 2024

প্রধানমন্ত্রীর দেয়া দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করবো -সিটি মেয়র
আমি এবং খোকন সেরনিয়াবাত মিলে বরিশালকে বদলে দেব -জাহিদ ফারুক
হেলাল উদ্দিন ॥ আগামী ৬ মাসের মধ্যে ভোলার গ্যাস বরিশালে আনার কাজের দরপত্র আহবান করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালের মানুষের কথা ভাবেন তাই বরিশাল সদর উপজেলার লামছড়িতে নতুন একটি শিল্পাঞ্চল তৈরী করার ঘোষণা দিয়েছেন। যেখানে বেশ কিছু শিল্প কারখানা স্থাপন করে হাজার হাজার মানুষের কর্মসংস্থান করা হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম। দ্বিতীয়বারের মত পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় জাহিদ ফারুক শামীম কে সংবর্ধিত করে নৌকা মার্কার নির্বাচনী পরিচালনা কমিটি।
গতকাল শনিবার বিকেল চারটায় নগরের শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত।
নগরবাসীর উদ্দেশ্যে জাহিদ ফারুক বলেন, আপনারা এখন বরিশালের ছবি তুলে রাখুন। আগামী ১/২ বছর পর ছবির সাথে তখনকার বরিশালকে মেলাবেন, চিনতে পারবেন না। উন্নয়নের মাধ্যমে নগরীসহ পুরো বরিশাল কে বদলে দেব। আমি এবং খোকন সেরনিয়াবাত মিলে গোটা বরিশালকে বদলে দেব। তিনি বলেন, আমরা বরিশালবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চির কৃতজ্ঞ। তিনি দক্ষিণাঞ্চলের মানুষের জন্য পদ্মা সেতু করে দিয়েছেন। পায়রা বন্দরসহ একাধিক সেতু নির্মান করার কারনে কুয়াকাটা যেতে কোন ফেরী পার হতে হয়না। বরিশাল বিভাগীয় শহর হলেও পাশ্ববর্তী পটুয়াখালী জেলা যে উন্নত তার চেয়েও বরিশাল পিছিয়ে। এর একটিই কারন তা হলো গত ৫ বছরে বরিশাল নগরীতে কোন উন্নয়ন হয়নি। আমি আপনাদের বলতে চাই আপনারা আমাদের সাথে থাকুন, সহযোগীতা করুন। বরিশাল হবে স্বপ্নের শহর।
বক্তব্যের শুরুতে তাকে নির্বাচনে বিজয়ী করার জন্য দলের সকল নেতাকর্মী ও সংসদীয় আসনের সকল জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে মেয়র পতœী লুনা আবদুল্লাহর প্রতি বিশেষ কৃতজ্ঞা প্রকাশ করেন তিনি। বলেন, লুনা আবদুল্লাহ দিন-রাত এক করে দিয়ে আমার জন্য কাজ করেছেন। বরিশালের সকল শ্রেণির নারীদের সংগঠিত করেছেন। তার কাছে আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব। তিনি বলেন, বরিশাল তথা দক্ষিণাঞ্চলে কোন সিংহ পুরুষ বলে কিছু নেই বা থাকবে না। একটা কথা মনে রাখবেন বাংলাদেশে নেতা একজনই তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। তার পরে নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে আর কোন নেতা নাই। আমরা সবাই কর্মী। কেউ এটা মনে করবেন না যে আমি নেতা হয়ে গেছি।
সভাপতির বক্তব্যে মেয়র আবুল খায়ের আবদুল্লাহ তাকে এবং জাহিদ ফারুক কে নির্বাচিত করায় নেতাকর্মী ও বরিশালবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের যে দায়িত্ব দিয়েছেন তা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। ইতোমধ্যে নগরীতে খাল উদ্ধার ও খননের কাজ শুরু হয়েছে। খুব স্বল্প সময়ের মধ্যে নগরীর রাস্তাঘাট সংস্কার ও নির্মানের কাজ শুরু হবে। আপনারা আমাদের সহযোগীতা করুন। আমরা আপনাদের বিশ^াস ও আস্থার প্রতিদান দেব।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেয়র পতœী লুনা আব্দুল্লাহ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. বলরাম পোদ্দার, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কেবিএস আহম্মেদ কবির, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. আফজালুল করিম, মহানগর আওয়ামী লীগ নেতা এ্যাড. লস্কর নুরুল হক, মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মাহবুবুর রহমান মধু প্রমুখ। দুপুর ২টার পর থেকেই নগরীর ৩০ টি ওয়ার্ড ও সদর উপজেলার ১০ ইউনিয়নের নেতাকর্মীরা মিছিল নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয়।