3:11 pm , January 18, 2024

গৌরনদী প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদীতে মানসিক ভারসাম্যহীন এক নারী মা হয়েছেন। বৃহস্পতিবার সকালে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই নারী একটি ফুটফুটে কন্যা সন্তান প্রসব করেন। নবজাতক ও মা সুস্থ্য আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ওই নারী গৌরনদী উপজেলার বিভিন্ন হাট বাজারে ঘুরে বেড়াতেন। স্থানীয়ভাবে বাজারের ব্যবসায়ী ও ক্রেতা সাধারন তাকে সবাই পাগলি হিসেবেই চেনেন। বাটাজোর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নান বলেন, বুধবার সকালে আমি নিজ বাড়ি থেকে বাটাজোর বাসষ্ট্যান্ডে যাওয়ার পথে বাটাজোর ইউনিয়নের শৌলকর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে পৌঁছলে বাগানে এক নারীর চিৎকার ও কান্নাকাটি শুনতে পাই। তখন আমি স্থানীয়দের ডেকে ওই নারীর কাছে যাই। এ সময় দেখি নারী প্রসব বেদনায় চিৎকার ও কান্নাকাটি করছে। আমি ফায়ার সার্ভিসের কর্মিদের খবর দেই। পরে আমি ফায়ার সার্ভিস কর্মি ও স্থানীয়রা একত্রিত হয়ে নারীকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি এবং বিষয়টি গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু আব্দুল্লাহ খানকে অবহিত করি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু আব্দুল্লাহ খান বলেন, বিষয়টি জানান পর ওই নারীর নিরাপদ সন্তান প্রসব ও সু-চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে ওই ভারসাম্যহীন নারী একটি কন্যা সন্তান জন্ম দেন। শিশুটিকে ভবিষ্যত লালন পালনের জন্য সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন আগৈলঝাড়া উপজেলার গৈলা বেবিহোমে বৃহস্পতিবার বিকেলে শিশুটিকে হস্তান্তর করা হয়েছে।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক টিপু সুলতান বলেন, বুধবার দুপুরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা সন্তান সম্ভাবা মানসিক ভারসাম্যহীন নারীকে (৩৫) হাসপাতালে ভর্তি করেন। ভর্তির পর থেকে সে পর্যবেক্ষনে ছিলো। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে তার একটি কন্যা সন্তান হয়। বর্তমানে মা মেয়ে দু’জনই সুস্থ আছেন।