বাবুগঞ্জ থেকে ২ কেজি গাঁজাসহ যুবক আটক বাবুগঞ্জ থেকে ২ কেজি গাঁজাসহ যুবক আটক - ajkerparibartan.com
বাবুগঞ্জ থেকে ২ কেজি গাঁজাসহ যুবক আটক

3:10 pm , January 18, 2024

নিজস্ব প্রতিবেদক ॥  বাবুগঞ্জের রহমতপুর এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুলাল হাওলাদার (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ । বৃহস্পতিবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে। এরআগে বুধবার রাত সোয়া ১১টায় তাকে আটক করে বিমানবন্দর থানা পুলিশ। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর থানার একটি দল রহমতপুর সেতুর উত্তর পাশের ঢালে রিতা ভ্যারাইটিজ স্টোরের সামনে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুলাল হাওলাদারকে আটক করে। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করে বৃহস্পতিবার দুলালকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT