ঝালকাঠি পল্লী বিদ্যুতের জিএমকে আইনী নোটিশ ঝালকাঠি পল্লী বিদ্যুতের জিএমকে আইনী নোটিশ - ajkerparibartan.com
ঝালকাঠি পল্লী বিদ্যুতের জিএমকে আইনী নোটিশ

3:39 pm , January 17, 2024

অন্যায় ভাবে ক্ষতিপূরন দাবী করায়
ঝালকাঠি প্রতিবেদক ॥ লাইনের উপর গাছের ডাল ফেলে বৈদ্যুতিক খুটি ভাঙ্গার অভিযোগে প্রায় ৪০ হাজার টাকা ক্ষতিপূরন দাবী করে অন্যায় ভাবে নোটিশ করায় ঝালকাঠি পল্লী বিদ্যুতের জিএমকে আইনী নোটিশ প্রেরন করেছে ভূক্তভুগী সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের খুলনা গ্রামের মোঃ সাইফুল ইসলাম। এতে হয়রানী মূলক ও অবৈধ ক্ষতিপূরন নোটিশ প্রত্যাহার পূর্বক আগামী ১০ দিনের মধ্যে বিষয়টি সমাধান না করলে পল্লী বিদ্যুৎ সমিতির জিএমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেয়া হবে বলে দাবী করা হয়।
গত ১৫ জানুয়ারী মোঃ সাইফুল ইসলাম ও  আইনী নোটিশ সূত্রে জানাগেছে, গত ১১ জানুয়ারী ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (ওএন্ডএম) স্বাক্ষরিত এক পত্রে বিদ্যুত গ্রাহক সাইফুল ইসলামকে একটি ক্ষতিপূরন নোটিশ প্রদান করেন। নোটিশে তার বাড়ীর পাশে পল্লী বিদ্যুতের লাইনের উপর গাছের ডাল ফেলে একটি খাম্বা ভেঙ্গে ফেলার জন্য দায়ী করে ৩৯ হাজার ৬শ ১০ টাকা দাবী করে অন্যথায় মামলা দায়ের করবে বলে জানায়। অথচ বৈদ্যুতিক লাইনে সে কোন গাছের ডাল ফেলেনি বা খাম্বার কোন ক্ষতিও করেনি। বরং দীর্ঘ দিন ধরে এই খাম্বাটি জড়াজীর্ন হয়ে নাজুক অবস্থার সৃষ্টি হলে সাইফুল ইসলামসহ স্থানীয়রা সংশ্লিষ্ট মিটার রিডারসহ কর্তৃপক্ষকে মৌখিক ভাবে বিষয়টি জানিয়ে খাম্বাটি পরিবর্তনের অনুরোধ করেন। তারা ব্যবস্থা গ্রহনের আশ^াস দিয়ে সময়ক্ষেপন করায় গত ২৩ ডিসেম্বর প্রকৃতিক নিয়মে জরাজীর্ন খাম্বাটি হঠাৎ ভেঙ্গে পড়ে। পরবর্তীতে নিজেদের দায় এড়াতে তারা সাইফুল ইসলামকে দায়ী করে তার বৈদ্যুতিক সংযোগ কেটে মিটার জব্দ ও ক্ষতিপূরন প্রদানে নোটিশ দেয় বলে আইনী নোটিশে জানায়। বর্তমান তার বাড়ীর বৈদ্যুতিক লাইন ও মিটার জব্দ করে নেয়ায় পরিবার নিয়ে অন্ধকারে দিন কাটাচ্ছে।
এ বিষয় সরেজমিন পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দা হাজেরা বেগম, শাহজাহান হাওলাদার, রাসেল হোসেন, শহিদ খানসহ গ্রামবাসী জানায়, কয়েক বছর পূর্ব থেকে এই বিদ্যুত খাম্বাটি জরাজীর্ন হয়ে গেলে আমরা অনেক বার মিটার রিডার, লাইনম্যানসহ কর্তৃপক্ষকে অভিযোগ করেছি। তবে অজ্ঞাত কারনে নানা তালবাহানা করে তারা খাম্বা পরিবর্তন না করায় জরাজীর্ন খাম্বাটি ভেঙ্গে পড়ে। এখন নিজেদের দায় এড়ানোর জন্য সাধারন গ্রাহককে হয়রানি করতে ক্ষতিপূরন আদায়ের নামে নোটিশ দিচ্ছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT