3:37 pm , January 17, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ বন্ধুর বাবার জানাজায় অংশ নেয়ার উদ্দেশ্যে রওনা হয়ে কুয়াশার কারনে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক যুবক নিহত হয়েছে। বুধবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রাজমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানিয়েছেন।
নিহত নাজমুল কবির (৪০) ঝালকাঠি নলছিটি উপজেলার রায়াপুরা বটতলা এলাকার মোখলেচুর রহমানের ছেলে। তার ভাই রেজবিউল কবিরের বরাতে এয়ারপোর্ট থানার এসআই সগির হোসেন বলেন, গৌরনদী উপজেলার বাসিন্দা বন্ধুর বাবা ইন্তেকাল করেছেন। তার জানাজা নামাজে অংশ নিতে খুব সকালে মোটর সাইকেলযোগে রওনা হয় নাজমুল কবির।
এসআই সগীর বলেন, ভোরে খুব কুয়াশা ছিলো। এজন্য কাছের কিছুই ভালো মতো দেখা যায়নি। রাজমাথা এলাকায় দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় মোটর সাইকেল চালক নাজমুল। তাকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেছেন।
এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, ঘটনার পর বরিশাল নগরীর নথুল্লাবাদগামী ফরহাদ পরিবহন নামের অভ্যন্তরীন রুটের বাস আটক করা হয়েছে। তবে চালক ও সহযোগিরা পালিয়েছে।
তিনি আরো বলেন, এ ঘটনায় এখনো কোন অভিযোগ দেয়নি নিহতের পরিবার। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পরিদর্শক লোকমান।