3:35 pm , January 17, 2024
বিশেষ প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার ১০ ইউনিয়নে এখন জাহিদ ফারুকের জয়জয়কার। আজ বৃহস্পতিবার তাকে বরণ করতে চলছে নানা আয়োজন বরিশালে। চলছে দলীয় নেতাকর্মীদের আনুষ্ঠানিক বরণ আয়োজন। সাজানো হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর। নির্মাণ হয়েছে বর্ণাঢ্য তোরণ। পুন:রায় পানি সম্পদ প্রতিমন্ত্রী দায়িত্ব পাওয়ার পর এই প্রথম বরিশালে আসছেন তিনি। এজন্য জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ব্যস্ত সময় পাড় করছেন বলে জানালেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম। তিনি বলেন, জাহিদ ফারুককে পুনরায় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এখন আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি সহজেই বাস্তবায়ন করতে পারবো বলে আশাবাদী। জাহিদ ফারুক আজ বৃহস্পতিবার বরিশালে আসবেন। বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতসহ আমরা নেতাকর্মীরা তাকে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বরণ করবো।
প্রায় একই কথা বলেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন। তিনি বলেন, বরিশাল-৫ আসনের সংসদ সদস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বেলা ১১টায় ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং দুপুরে নবগ্রাম রোডে বেগম ভিলায় তার নিজস্ব বাসভবনে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন এবং সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন বলে আশা করছি। তাকে বরণ করতে ইতিমধ্যেই নগরীতে তোরণ নির্মাণসহ বিভিন্ন আয়োজন চলছে বলে জানান মাহমুদুল হক খান মামুন। এদিকে বরিশালের গ্রামেও জাহিদ ফারুকের আগমণকে ঘীরে নানা জল্পনা কল্পনা চলছে। শায়েস্তাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্না, টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান নাদিরা রহমান, চাঁদপুরা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হোসেন খান, চন্দ্রমোহন ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক বলেন, আমরা অপেক্ষা করছি কখন জাহিদ ফারুক শামীম বরিশাল আসবেন। আমাদের এলাকার জনগণ এখন প্রতিক্ষায় আছে। এসব এলাকার সাধারণ মানুষের আস্থা ও নির্ভরতা এখন জাহিদ ফারুককে ঘীরে। সদর উপজেলার চাঁদপুরা, টুঙ্গিবাড়িয়া ও চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠী ও চরকরঞ্জী এলাকার মানুষ এখন জাহিদ ফারুকের অপেক্ষায় দিন গুনছেন বলে জানান এলাকার চেয়ারম্যানরা। তারা বলেন, আমাদের এলাকার বেশকিছু সড়ক ও সেতুর কাজও আছে তার অপেক্ষায়। একাজগুলো সমাপ্ত হবে এমন প্রত্যাশা রেখেই মানুষ তাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। এদিকে বৃহস্পতিবার জাহিদ ফারুককে বরণ করতে নগরীতে অভিনন্দন ও শুভেচ্ছা তোরণ নির্মাণ সমাপ্ত হয়েছে। ৩০ ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এসব তোরণ নির্মাণে ভূমিকা পালন করছেন বলে জানা গেছে। বরিশাল সিটি করপোরেশনে চলছে একটা উৎসব আমেজ। চারিদিকে গুঞ্জন জাহিদ ফারুক আর কেউ নয় সিটি মেয়র খোকন সেরনিয়াবাত এর ভাই। দুজনে মিলে সাজাবেন এই বরিশাল।